দেশে নতুন শনাক্ত ৩০৯, মৃতের সংখ্যা বেড়ে ১৪০

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ পিএম, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | ৪৩১

গেল ২৪ ঘণ্টায় আরো নতুন করে ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৪০ জনের মৃত্যু হলো।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। এর মধ্যে ৩০৯টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এসময় তিনি উল্লেখ করেন যে, গতকাল শুক্রবার থাকায় কয়েকটি বেসরকারি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা হয়নি এবং সেখান থেকে কোন ফলাফল আসেনি।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জন নারী, ৪ জন পুরুষ।