আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ দিল ফায়ার সার্ভিসকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৪৩৩

টাঙ্গাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন ফায়ার সার্ভিসেরকর্মীরা। গতকাল সোমবার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড়বিন্যাফৈর এলাকার একবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটির বসতবাড়ি সহ সবকিছু পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার আমরা যখন আগুন নেভাতে আসি তখন দখলাম পরিবারটি আগুনে সবকিছু হারিয়েছে। তাই দায়িত্ববোধ থেকে আজ মঙ্গলবার আমরা ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে ত্রাণ সহায়তা দিলাম।

একইসেই সাথে আগুন নিভানোর সময় এখানে অনেক লোক সমাগম ঘটে। একারণে আর করোনাভাইরাস সংক্রমণ রোধে এলাকাটিতে ফায়ার সার্ভিসের সহায়তায় জীবানু নাশক স্প্রে করা হয়েছে।