মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | ৫২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মুরাল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পরিষদ চত্ত্বরে মুরাল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারসহ জেলা পরিষদের সদস্য ও কর্মচারীবৃন্দ।