ভোলার ইলিশায় ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ | ৪০০

ভোলার পশ্চিম ইলিশায় বালি ভর্তি ট্রলি অটো রিক্সা ধাক্কা লেগে কাসেম মৃর্ধা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার (১৪ফেব্রুয়ারী) সকাল ৮টর দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ভোলা-বরিশাল সড়কের বাঁধের পাড় নামক এলাকায় এ দূর্ঘটনায় ঘটে।

নিহত কাসেম মৃর্ধা ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ভোলা-বরিশাল সড়কে একটি অটো রিক্সা দিয়ে কাশেম মৃর্ধা বাড়ি যাচ্ছিলেন। অটো রিক্সাটি বাঁধের পাড় এলাকায় আসলে পাশের সড়ক থেকে হঠাৎ একটি বালু ভর্তি ট্রলি মেইন সড়কে উঠে অটো রিক্সাটিকে ধাক্কা দিলে সে ট্রলির নিচে চাপা পড়েন। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ওসি (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।