সভাপতি- আবু তালেব, সম্পাদক- লাট

রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০২:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | ৫৪৪

বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২০২০-২০২৩ ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত্ম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে উক্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু তালেব মিয়া ছাতা প্রতীকে ২১৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বকর সাইদ আনারস প্রতীকে পেয়েছেন ২১৭ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম মিয়া বই প্রতীকে ২৩৪ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবু সাইদ দেওয়ান আম প্রতীকে পেয়েছেন ২০১ ভোট। সম্পাদক পদে মোঃ লাট সওদাগর মোরগ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কালাম মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট। কোষাধ্যক্ষ পদে আঃ বারী মিয়া চশমা প্রতীকে ২২৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলমগীর হোসেন রিক্সা প্রতীকে পেয়েছেন ২১১ ।

অপরদিকে, সদস্য পদে আঃ কাদের মিয়া, মোঃ লাল মিয়া, আঃ লতিফ, মোঃ মুন্নাফ সওদাগর, মোঃ শহিদুল ইসলাম, সুমন সওদাগর ও আয়নাল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।