জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় মধুপুরে বিক্ষোভ মিছিল

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭ | ৫২১

ফিলিস্তিনের জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী ঘোষনা করায় টাঙ্গাইলের মধুপুরে গতকাল ৮ডিসেম্বর ১৭ শুকবার বাদ জুমার পর বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসুল্লি সহ নানা শ্রেণীপেশার মানুষ।

বিক্ষোভ মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ট জামে মসজিদ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনারস চত্তরে এসে দোয়া ও বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বক্তারা বক্তব্যে বলেন ইসলামের ঐতিহ্য রক্ষায় ধ্বংসাত্বক এ সিধান্ত হতে ইসরালের সরকার কে সরে আসার আহবান জানান।