শেখ হাসিনা মেডিকেল কলেজে ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজে ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২ ফেব্রুয়ারী সকালে কলেজ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ আজাদের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আমীন মিঞা, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি,মহিলা বিষায়ক সম্পাদক জেবুন্নেছা চায়না,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, যুগ্ম আহবায়ক রনি আহমেদ, যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল, যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান জনি প্রমুখ।
উল্লেখ্য ২০১২ সালের ৩০ জুন টাঙ্গাইলের ভূঞাপুরের একটি জনসভায় শেখ হাসিনা ঘোষণা দেন ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারলে টাঙ্গাইলে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। সেই প্রতিশ্রুতিতে বাস্তবায়নের লক্ষে ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারকে মেডিকেল কলেজ ভবনে অনুমোদন করে ছাত্র ভর্তির অনুমতি দেওয়া হয় । টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালটি শেখ হাসিনা এর নামে নামকরণের প্রস্তবনা জাতীয় সংসদে আনলে স্বাস্থ্যমন্ত্রী তাতে সমর্থন দেন। পরে প্রস্তাবটি জাতীয় সংসদে গৃহীত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর ২০১৭ সালের ৫ এপ্রিলের সভায় নামকরণে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নামানুসারে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ করা হয় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।