বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেল্পমেন্ট সংস্থার আয়োজনে কম্বল বিতরণ

মিঠাপুকুর সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৩ এএম, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ | ৭৭৯

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একযোগে তিনটি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে  কম্বল বিতরণ করা হয়।

জানা যায়-গত রবিবার দিনব্যাপী দূর্গাপুর,বড়হযরতপুর ও মির্জাপুরকরা ইউনিয়নের জীর্ণ শিন্ন অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল নুর এর সঞ্চলনায় ও সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি  আজহারুল ইসলাম নওশাদ।

সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য দেলোয়ার, সামিউল, সজল,রিয়াদ,মেহেদী,সিরাত, মিল্লাত,সানি,রিপন,শিশীর,লিটন প্রমূখ।

বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেল্পমেন্ট সংস্থা একটু স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছায় রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়সহ নানাবিধ স্বেচ্ছাসেবী কাজ করছেন মিঠাপুকুর উপজেলায়।