বঙ্গবন্ধু সফল রাজনীতিবিদই ছিলেন না,সফল রাষ্ট্রনায়কও ছিলেন.তারানা হালিম

নাগরপর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২২ পিএম, রোববার, ৩ ডিসেম্বর ২০১৭ | ৪৮২

ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন সফল রাজনীতিবিদই ছিলেন না,তিনি একজন সফল রাষ্ট্রনায়কও ছিলেন।

যে কোন বক্তব্যের শুরুতেই জাতির জনকের কথা দিয়ে শুরু করতে হয়। বঙ্গবন্ধু বলেছিলেন আমি আমার রক্ত দিয়ে তোমাদের রক্তের ঋণ শোধ করে যাব। বঙ্গবন্ধু কিন্তু তাই করেছেন।

আমরা কি আমাদের রক্ত দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পেরেছি? এখনও পারিনি। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, যিনি ১০৮৭ টি শব্দে মাত্র ১৮ থেকে ১৯ মিনিটের বক্তৃতায় ২৭ বছরের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেছেন।

আজকে যে বক্তৃতা ইউনেস্কো কর্তৃক জাতিসংঘের সুসংরক্ষিত দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

বঙ্গবন্ধু সেই রাষ্ট্রনায়ক যিনি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ২৯৫টি ব্রীজ, ২৭০টি কালভার্ট, গুচ্ছগ্রাম প্রকল্প,এমনকি ঘরেফেরা কর্মসূচি, শরনার্থীদের পুনর্বাসন প্রকল্প গ্রহন করেছিলেন।

তারই উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা।শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দ্বি- বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় আরো বলেন, ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তি রুখতে হবে।

অপশক্তিকে রুখতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। আগামীতে উন্নয়নের ধারা আব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানও তিনি। তিনি আরো বলেন, দল যাকে আগামীতে মনোয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব।

আওয়ামী সেচ্ছাসেবক লীগ নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মো: বাবর আল মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মতিউর রহমান মতি, কাজী শহীদুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম প্রামিনিক, সদস্য সামছুজ্জামান পাশা, টাঙ্গাইল জেলা আ’লীগের সাংগনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদস্য তারেক শামস হিমু, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কুদরত আলী।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তোফায়েল আল মামুন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধন করেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।