নীলফামারীতে পরিকল্পনা ও বাস্তবায়ন ' শীর্ষক আলোচনা সভা

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ১০:৩৭ এএম, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | ৯১৬
মুজিববর্ষের অঙ্গীকার, শিক্ষায় আইসিটির ব্যবহার” প্রতিপাদ্যকে  সামনে রেখে মুজিববর্ষের শুরুতেই শিক্ষায় আইসিটির ব্যবহার-পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক শীর্ষক আলোচনা সভা ও মিলনমেলা ৫ জানুয়ারি রবিবার শিক্ষায় বিশেষ ভূমিকা রাখায় আইসিটি ডিভিশন কর্তৃক মনোনীত ICT4E নীলফামারী জেলার শিক্ষক অ্যাম্বাসেডরদের আয়োজনে কিশোরগঞ্জ উপজেলার ভিলেজ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
 
ICT4E নীলফামারী জেলার শিক্ষক অ্যাম্বাসেডরদের সভাপতি ও সৈয়দপুর মহিলা কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক লোকমান হাকিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন ও রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার হোসেন লিটন এবং  রণচন্ডী স্কুল  এন্ড  কলেজের সহঃ শিক্ষক নারায়ণ চন্দ্র রায়। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার আমন্ত্রিত অ্যাম্বাসেডর বৃন্দসহ নীলফামারী জেলার ১৩ জন শিক্ষক অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।
 
এছাড়া এটুআই, আইসিটি ডিভিশনের ইয়াং প্রফেশনাল অভিজিৎ সাহা মোবাইল ফোনে বক্তব্য দেন, এতে তিনি মুজিববর্ষ পালনে বিভিন্ন নির্দেশনা দেন এবং অ্যাম্বাসেডরদেরকে তাদের যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন।
 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝুনাগাছ চাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গড় ধর্মপাল এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাকুল ইসলাম, সৈয়দপুর তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাফিকুল ইসলাম চৌধুরী, খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমান, জলঢাকা মহিলা কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক শহিদুজ্জামান মিঠু প্রমুখ।
 
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর ২য় পর্বে অ্যাম্বাসেডরদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিশেষে শিক্ষার্থীদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য সকলকে আহবান জানিয়ে এবং এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 
উল্লেখ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন রনচন্ডী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ইবনুল তুষার।