কালিহাতীতে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ


টাঙ্গাইলের কালিহাতীতে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান ২০১৯-২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে কালিহাতী খাদ্যগুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।