পজেটিভ বাংলাদেশ”র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ | ৭৪৫

২৫ ডিসেম্বর সোমবার সকালে হিমালয়ের পাদদেশে অবস্থিত তিস্তা নদীর অববাহিকায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজ মাঠে অসহায় দুস্ত ছিন্নমূল কনকনে শীতে বিপর্যস্ত শীতার্ত হতদরিদ্র সহায় সম্বলহীন অর্ধশতাধিক পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

দুখী মানুষের মুখে হাসি ফুটাতেই “পজেটিভ বাংলাদেশ” এর পক্ষে এ শীত বন্ত্র প্রদান করা হয়েছে বলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটিন সদস্যরা জানিয়েছেন।

তারা জানান, উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারই ধারবাহিকতায় জেলার ডিমলা উপজেলায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পজেটিভ বাংলদেশের সদস্য মহববত হোসেন মোঃ বারীর সভাপতিত্বে ও পজেটিভ বাংলাদেশের নির্বাহী সদস্য হিমেল সরকারের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, ওসি তদন্ত মোঃ সোহলে রানা,ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিখন,পজেটিভ বাংলাদেশের মডেরেটর মোঃ শাকিল আহম্মেদ , প্রমূখ।