তরফপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
অতিরিক্ত টাকা ফেরত না দেয়া পর্যন্ত ফরম পুরণ স্থগিত


পাঠদানের অনুমতি না থাকলেও ৭৬ জন শিক্ষার্থীকে পড়ানো এবং অন্য বিদ্যালয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার ব্যবস্থা করে আদায় করা অতিারিক্ত টাকা ফেরত না দেয়া পর্যন্ত তরফপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ফরম পুরণ স্থগিতের নির্দেশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।
এছাড়া যেসব বিদ্যালয় অতিরিক্ত টাকা আদায় করেছে সেই টাকাও ফেরতের নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার তিনি এই নির্দেশ দেন বলে জানা গেছে।
জানা গেছে, শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষা ফি, কেন্দ্র ফি, সনদপত্র, স্কাউট ও জাতীয় শিক্ষা সপ্তাহসহ সব মিলিয়ে বিজ্ঞান বিভাগে এক হাজার ৯৭০, বাণিজ্য ও মানবিক বিভাগে এক হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু মির্জাপুরের অধিকাংশ বিদ্যালয়ে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ফি আদায় করছে।অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় উন্নয়ন, মডেল ক্লাস, যাতায়াত ও অনলাইন চার্জসহ নানা অজুহাত দেখাচ্ছেন।
উপজেলার তরফপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য ৫ হাজার টাকা করে নিচ্ছেন। তাদের পাঠদানের অনুমতি না থাকলেও ৭৬ জন শিক্ষার্থীকে তারা পড়াচ্ছেন এবং উপজেলার হিলড়া মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে তাদের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে নানা অজুহাতে ফরম পূরণ বাবত তারা ৫ হাজার টাকা আদায় করছে বলে জানা যায়।
অতিরিক্ত টাকা আদায়ের খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ওই দুই বিদ্যালয় কর্তৃপক্ষকে তলব করে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার নির্দেশ দেন। সেইসাথে অতিরিক্ত টাকা ফেরত না দেয়া পর্যন্ত ফরম পূরণের সকল কার্য়ক্রম স্থগিতের নির্দেশ দেন বলে জানা গেছে। যেসব বিদ্যালয় কর্তাপক্ষ এসএসসির ফরম পূরণ বাবাত অতিরিক্ত টাকা আদায় করেছে সেই টাকাও ফেরতের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানা গেছে।