নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা


“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে নাটোওে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ নাটোর সার্কেল ও নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কানাই খালি মাঠ থেকে এশটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর নেতৃত্বে শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে শহরের নিচা বাজারস্থ একটি হোটেলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ’র সহকারী উপ-পরিচালক সাইদুর রহমান প্রমূখ।
পিএইচ/ফিরোজআহমেদ