টাঙ্গাইলে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ১০৪২

“আর্ন্তজাতিক দুর্যোগ প্রমশন দিবস” উদযাপন উপেলক্ষে ডিজিটাল পদ্বতিতে সারাদেশে একযোগে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৩ অক্টোবর রোববার সকালে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালযের আয়োজনে  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সকল জেলায় একযোগে  বিটিভি’র সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন করা হয়।

২০১৮-২০১৯ অর্থ বছরে টি.আর/কাবিটা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১১৬০৪টি বাসগৃহের মধ্যে নির্মিত ১১২৭৩টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের  উদ্বোধন করেন শেখ হাসিনা।

তার মধ্যে টাঙ্গাইল জেলায় ৮৪ টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন ঘোষনা করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী,সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম প্রমুখ।