তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে কিছুই পাওয়া যায়নি


রাজধানীর তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই ক্লাবে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে অভিযানে জুয়া বা ক্যাসিনোর কোনো সরঞ্জামাদি পাওয়া যায়নি। ক্লাবের কাগজপত্র সব ঠিক আছে কিনা কিংবা ক্লাবে প্রচলিত আইনে বিরোধী কিছু হতো কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত অভিযান বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, যে কারণে এই ক্লাবে এসেছি সে ধরনের কিছু পাইনি। তবে এখানে একটা বার রয়েছে। বার পরিচালনার অনুমোদনও তাদের রয়েছে। অবৈধ কোনো কিছু না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান ম্যাজিস্ট্রেট।