নাগরপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ভক্ত গোপাল রাজবংশীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খুরশিদ আলম বাবুল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু সাইদ টিটু, মাহফুজ রানা (এম.বি), মো. শাহীনুর রহমান শাহীন প্রমূখ।