‘ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ এএম, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | ৫৩৯

নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী দেখতে এসে তিনি এ কথা বলেন। আশেপাশে দেশগুলোর তুলনায় বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো বলেও দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, আপনারা মনোবল হারাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা সবাই মিলে অচিরেই এই সমস্যা থেকে বের হয়ে আসবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর কর্তৃপক্ষ সর্বশক্তি নিয়োগ করে ডেঙ্গু প্রতিরোধে মাঠে আছে। 

মেয়র বলেন, ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। আমরা বসে নেই, আমাদের চেষ্টার কোন কমতি নেই।