আ.লীগের সম্মেলন ইলিয়াস সভাপতি জরিপ সম্পাদক

শামসুল ইসলাম সহদি
প্রকাশিত: ০৭:২০ এএম, শুক্রবার, ২১ জুন ২০১৯ | ৭৮২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে অ্যাডভোকেট মো. ইলিয়াস সভাপতি ও রেজাউল করিম জরিপ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার জামুর্কী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

এতে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, যুবলীগ নেতা শামীম আল মামুন, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নেতা নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোট নেয়া হয়। এতে অ্যাডভোকেট মো. ইলিয়াস সভাপতি ও রেজাউল করিম জরিপ সম্পাদক নির্বাচিত হন।