মাদক মুক্ত সমাজ গড়তে হবে.. ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ এএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ১১৩০

টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

আজ প্রায় বেশির ভাগই যুবক নেশাগ্রস্থ হচ্ছে, ফলে বিভিন্ন ধরণের অপরাধও সংগঠিত হচ্ছে এমনকি শিক্ষার্থীরা এই মরণ ছোবল থেকে রেহাই পাচ্ছে না।

এই শিক্ষার্থীদের নেশা থেকে রক্ষা করতে হলে আমরা যারা অভিবাবক আছি আমাদেরকে আরোও সতেচন হতে হবে,শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন পৌরসভার এই ৫ নং ওয়ার্ডের প্রায় সকল রাস্তাঘাট পাকা করন করা হয়েছে আর যে কিছু বাকি আছে তা অতি দ্রæত কাজ সম্পন্ন করা হবে।

আজ সকালে ১২ নং সাকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় বার্ষিক মিলাদ মাহফিল,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্ত্যবের তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্বা মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন উপজেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের ও টাঙ্গাইল জেলা রেডক্রিন্স সোসাইটির সাধারন সম্পাদক এম এ রৌফ, সেলিনা আক্তার সংরক্ষিত কাউন্সিলর প্রমুখ।