ঘাটাইলে
জেএসসি ও জেডিসি পরিক্ষায় অনুপস্থিত ৩২জন শিক্ষার্থী


টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন জেএসসি ও জেডিসি পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরিক্ষায় ৩২ জন পরিক্ষার্থী অনুপস্থিত।
ঘাটাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরিক্ষায় (জেডিসি) ৪টি ভেন্যুতে মোট পরিক্ষার্থী ১৭৬৭ জন। অনুপস্থিত রয়েছে ৩২ জন পরিক্ষার্থী।
এদের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষার্থী ১১ জন আর জুনিয়র দাখিল পরিক্ষার্থী ছিল ২১ জন। ভেন্যু গুলো যথাক্রমে ঘাটাইল, ধলাপাড়া',সাগরদিঘী৷ প্রথম দিনের পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।