মির্জাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে নিখোজের ১১ দিন পর সেনাবাহিনীর অববসরপ্রাপ্ত সুবেদার আব্দুল মালেক (৮০) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পুর্বপাড়া একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
আব্দুল মালেকের বাড়ি উপজেলার গোড়ান গ্রামে। পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, গত ১৮ অক্টোবর আব্দুল মালেক বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন। পরদিন ১৯ অক্টোবর তার ছেলে শাহ সুলতান মাহমুদ মির্জাপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন।
আব্দুল মালেক কিছুদিন যাবত মানুষিক ভারসাম্যহীন ছিল বলে সাধারণ ডাইরিতে উল্লেখ করা হয়। রোববার বিকেলে এলাকাবাসী ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে মির্জাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুরিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল মো. শাহাদত হোসেন বলেন নিখোজের ১১ দিন পর লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে কোন ধারনা করা যাচ্ছেনা। প্রয়োজনে ময়না তদন্তের পর এব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।