ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি সাইদা খানম এর যোগদান

হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ এএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | ৫৯১

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদে সহকারী কমিশনার হিসেবে যোগদান করলেন ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাইদা খানম।

গত ৭ এপ্রিল১৯ইং তারিখে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করে অফিস শুরু করেছেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার। তিনি ঢাকা জেলার বাসিন্দা । এর আগে ১৪/০৫/১৮ইং তারিখ থেকে অধ্যবধি উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

নবাগত সহকারী কমিশনার ভূমি সাইদা খানম তিনি জানান, আমি ধনবাড়ী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি। এ উপজেলার সকল জনসাধারনের সেবা দেওয়ার জন্য। এজন্য সকলের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে সেবা দিয়ে যাব।